ভ্রাম্যমান আদালতে ছাগলনাইয়ায় ১০ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। শনিবার ( ২ মে) সকালে উপজেলার ছাগলনাইয়া বাজার, কলেজ রোড, জঙ্গল মিয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব এবং জারীকৃত নির্দেশনা বজায় রাখতে সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া অভিযান পরিচালনা করেন
। এ সময় পূর্বে জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ১০ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ১৩৭০০ টাকা জরিমানা করা হয়।