ছাগলনাইয়ায় অস্ত্রসহ ৮ মামলার আসামী আবুল কালাম আজাদ প্রকাশ কালা জাফর (২৭) কে গ্রেফতার করেছে পুুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা- চট্টগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামের আবু আহামদ এর পুত্র। পুলিশ জানায়, ফেনী'র শীর্ষ সন্ত্রাসী অস্ত্রধারী আবুল কালাম আজাদ প্রকাশ কালা জাফরকে ১ টি দেশীয় তৈরি ১ নলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহামেদ জানান, উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।