মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার স্বনামধন্য চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপার্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারের ১০ম বর্ষপূর্তি ও স্থান পরিবর্তন উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়েছে। পূর্বের নাইটেঙ্গেল ডায়াগনষ্টিক সেন্টারের পাশের স্থান ছেড়ে রবিবার বিকেল ২ টায় বারইয়ারহাট পৌরসভার পূবালী ব্যাংকের দক্ষিণ পাশে হাজী আবুল বশর মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে নতুন ঠিকানায় কার্য্যক্রম শুরু করা হয়। ফিতা কেটে নতুন ঠিকানায় কার্য্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। এক্সপার্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারের সত্বাধিকারী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মার্কেটিং এক্সিকিউটিভ মহিদুল গোফরান সজিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম জোসেফ, প্রচার সম্পাদক আবুল খায়ের, কার্য্যনির্বাহী সদস্য রেজাউল করিম, বারইয়ারহাট সুলতানা ফার্মেসীর সত্বাধিকারী মহিউদ্দিন পেয়ার, করেরহাট নিপা ফার্মেসীর সত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন খান, এক্সপার্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারের ম্যানেজার মোহাম্মদ ইউনুছসহ অন্যান্যরা। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন
বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। এক্সপার্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারের সত্বাধিকারী মোহাম্মদ সেলিম জানান, দীর্ঘ ১০ বছর ধরে আমরা সুনামের সাথে এক্সপার্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার পরিচালনা করে আসছি, পূর্বের স্বল্প পরিসর ছেড়ে এখন বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠানটি চালু করা হলো। আমাদের বিশ্বাস পূর্বের চাইতে এখন আরো ভালো সেবা প্রদান করতে আমরা সক্ষম হবো।