মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জোরারগঞ্জের মহিউদ্দিন ম্যানশনের ২য় তলায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের নাম প্রণব বণিক (৩৮)। সে জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার নান্টু বণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রণব বণিকের বারইয়ারহাট পৌর বাজারের রেলগেইট এলাকায় সোনালী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। দোকানের জন্য বিভিন্ন সংস্থা থেকে
টাকা নিয়েছেন। এছাড়াও বাড়ি ভাড়াসহ নানা কারণে মানসিক বিপর্যস্থ হয়ে আত্মহত্যা করেন। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রণব বণিকের বারইয়ারহাট পৌর বাজারে একটি স্বর্ণের দোকান রয়েছে। পরিবারের দাবি ঋণগ্রস্থ হয়ে মানসিক হতাশাগ্রস্থ থেকে
আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারকে লাশ দিয়ে দেওয়া হয়েছে।