বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১২:৫২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ১৭মামলায় আসামী জসিম গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ১৭ মামলার আসামী জসিম উদ্দিন (৫৫) কে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ । সে উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। 

    ছাগলনাইয়া থানার ওসি তদন্ত কাজী মোঃ রফিক আহম্মেদ, এসআই মোঃ জাহাঙ্গীর দর্জি,  আবু নোমান, এএসআই নিজাম উদ্দিন ও ফোর্সসহ শনিবার (৭ আগস্ট)  রাতে তাকে পূর্ব দেবপুর এলাকা গ্রেফতার করা হয়। 

    পুলিশ জানায়, জসিমের বিরুদ্ধে  খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, মাদক, মারামারি সহ ১৭টি মামলা রয়েছে। 

    ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী জসিমকে  গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করা হয়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.