ছাগলনাইয়ায় অপহরণ মামলার আসামী সুমন নমঃ ( ২১) কে গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার দক্ষিণ জলদী গ্রামের নিরঞ্জন কান্তি নমঃ এর পুত্র। জানা যায় গত ২২ জুলাই ছাগলনাইয়ার দক্ষিণ সতর এলাকা থেকে মামলার ভিকটিম কে অপহরণ করে নিয়ে যায় সুমন। এ বিষয়ে ভিকটিমের মায়ের মামলার ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসি তদন্ত কাজী মোঃ রফিক আহমেদ এর নেতৃত্বে শনিবার (৩১ জুলাই) অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী সুমনকে গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী সুমন কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়।