ছাগলনাইয়ায় ডাকাতি মামলার ফেরারী সাড়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবুল কালাম কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের রহিম উল্ল্যাহর পুত্র। ছাগলনাইয়া থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর দর্জি, এএসআই মোঃ আবু তোরাফ হোসেন, এএসআই মোঃ নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্সসহ রবিবার ৬ জুন রাতে অভিযান পরিচালনা করে আবুল কালামকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ডাকাতি মামলার ফেরারী সাড়ে ৫ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আবুল কালাম। ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, কালামকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।