বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:১৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী সামাজিক বন বিভাগের "শুদ্ধাচার" পুরস্কার পেয়েছেন ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী সামাজিক বন বিভাগের "শুদ্ধাচার" পুরস্কার'২০২১ পেয়েছেন ছাগলনাইয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। ডিএফও ফেনী তার পুরষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।  কর্মদক্ষতা ও স্পৃহা, শৃংখলা, নিয়মানুবর্তিতা, মেধা ও মনন, বাচনভঙ্গি, আন্তরিকতা, আচারআচরণ এবং রাজস্ব আহরণ, বনজস ম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদানের জন্য তিনি এ পুরষ্কার অর্জন করেছেন। ছাগলনাইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক বনায়ন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি । তার প্রচেষ্টায় উপজেলার প্রায় প্রত্যেকটি সড়ক-মহাসড়ক বৃক্ষাচ্ছাদিত হয়েছে । তার অনুপ্রেরণায় এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে বনজ ও ফলজ বাগান গড়ে তুলেছেন।

    তিনি নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার জিরতলী  ইউনিয়নের দরাপপুর গ্রামের শরীফ উল্লাহ মাষ্টার বাড়ীর মরহুম রুহুল আমিন এর পুত্র।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.