ফেনী সামাজিক বন বিভাগের "শুদ্ধাচার" পুরস্কার'২০২১ পেয়েছেন ছাগলনাইয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। ডিএফও ফেনী তার পুরষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মদক্ষতা ও স্পৃহা, শৃংখলা, নিয়মানুবর্তিতা, মেধা ও মনন, বাচনভঙ্গি, আন্তরিকতা, আচারআচরণ এবং রাজস্ব আহরণ, বনজস ম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদানের জন্য তিনি এ পুরষ্কার অর্জন করেছেন। ছাগলনাইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক বনায়ন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি । তার প্রচেষ্টায় উপজেলার প্রায় প্রত্যেকটি সড়ক-মহাসড়ক বৃক্ষাচ্ছাদিত হয়েছে । তার অনুপ্রেরণায় এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে বনজ ও ফলজ বাগান গড়ে তুলেছেন।
তিনি নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দরাপপুর গ্রামের শরীফ উল্লাহ মাষ্টার বাড়ীর মরহুম রুহুল আমিন এর পুত্র।