বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৭:০২ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মহিপালে বিদেশী মদ ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    বিদেশী মদ ও গাঁজাসহ বাদশা নামে মাদক বিক্রেতা (১৯) কে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে মহিপাল ফ্লাইওভারের নিছ থেকে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ২১বোতল বিদেশী মদ ,৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।


    আটক বাদশা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার শিলরী গ্রামের জসিম মেম্বার বাড়ির মৃত নুরুল আমিনের পুত্র।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.