বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৬:৫৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে অস্ত্রদিয়ে ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক বড় ভাই


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    অস্ত্রদিয়ে ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছে বড় ভাই মীর মোহাম্মদ স্বপন (৪০)। মঙ্গলবার (১১মে) রাত ৮টার দিকে ফেনী নতুন রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।

    র‌্যাব জানায়, স্বপন র‌্যাবের কাছে তথ্য দেয় তার ছোট ভাই নজরুল ইসলামের ফেনী নতুন রেজিস্ট্রি অফিস এর সামনের দোকানের সিলিং এর ওপর অস্ত্র রাখা আছে। এর ভিত্তিতে র‌্যাব নজরুলের দোকানে অভিযান চালিয়ে এশটি শর্টগান, ২টি পাইপগান, ৫রাউন্ড গুলি, ৪টি রামদা এবং ২টি চাপাতি উদ্ধার করে। স্বপনকে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে র‌্যাবের সন্দেহ হওয়ায় তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে র‌্যাবের কাছে স্বিকার করে জায়গা জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের সাথে আদালতে মামলা চলছে তার। এর জেরে ছোট ভাইকে ফাঁসানোর জন্য সে কৌশলে অস্ত্রগুলো তার দোকানে রেখেছিল।

    আটক স্বপনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।




    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.