মিরসরাই সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়েতের জিলিব আল সুয়েক হাসাবিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ইফতার মাহফিল সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা রেদোয়ানুল হক, প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান, উপদেষ্টা আব্দুল মোমেন, নাজিম উদ্দিন চৌধুরী, সুজাউল হক, প্রধান পৃষ্ঠপোষক রহিম উদ্দিন ভূইয়া, বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ সহকারী আনোয়ার শাহাদাৎ, সহ-সভাপতি রেজাউল করিম, নাজিম উদ্দিন, মেজবাউল আলম, মোরশেদ মোহাম্মদ মিলন, শামসুদ্দিন, রাকিবুল হাসান, রিয়াজ, মোস্তফা, বেলাল উদ্দিন, কিবরিয়া, কামরুল হাসান নিপুন, আশ্রাফুল ইসলাম রিয়াদসহ আরো অনেকেই।
এসময় মহামারি করোনা থেকে প্রবাসী ও দেশবাসীর মুক্তি ও মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সমিতি উপদেষ্টা মুক্তিযোদ্ধা রেদোয়ানুল হকের স্বদেশ গমন উপলক্ষে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।