ছাগলনাইয়ায় ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আরিফুল ইসলাম (২১) কে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (৬মে) রাতে উপজেলার নিজকুঞ্জরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম নিজকুঞ্জরা এলাকার নজির কেরানী বাড়ীর সহিদ উল্যার পুত্র।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা আরিফুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে ওসি আরো বলেন ইতিপূর্বে তার বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।