বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৬:৪৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মহিপালে ২হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মো. সবুজ মিয়াকে (৩৫) আটক করেছে র‌্যাব। শনিবার (২৯এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে মহিপালে হিরা কনফেকশনারী এন্ড সুইটস এর সামনে তাকে আটক করা হয়।

    আটক সবুজ মিয়া মুন্সিগঞ্জের লৌহজং থানার গোয়ালী মান্ডা গ্রামের মো. বাবুল সর্দার এর পুত্র।

    র‌্যাব জানায়, আটক সবুজ মিয়াকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.