মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিত্যক্ত ঘর। শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১ টা ৩০ মিনিটে পৌরসভার ৫ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের শহিদুল ইসলামের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি জানান, শহিদুল ইসলামের পরিত্যক্ত ঘওে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘরে ব্যাটারিচালিত অটোরিক্সার ব্যাটারি চার্জ দেওয়া হয়। আমাদের ১ টি ইউনিট অগ্নিকান্ডস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।