বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৬:৫৭ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ফেনসিডিল ও অটোরিক্সাসহ মাদক বিক্রেতা রহিম র‌্যাবের হাতে আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ফেনসিডিল, গাঁজা ও সিএনজি অটো রিকসাসহ মাদক বিক্রেতা আবদুর রহিমকে  অাটক করেছে র্যাব -৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ( ১৬ এপ্রিল)  বিকালে ছাগলনাইয়া বাজারের  জিরো পয়েন্ট এলাকা থেকে ৮ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটো রিকসাসহ রহিমকে আটক করা হয়। রহিম উপজেলার শিলুয়া গ্রামের মৃত আবদুল করিমের পুত্র। 

    ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, উক্ত বিষয়ে র‌্যাব বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে  আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.