ছাগলনাইয়ায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্হানে লকডাউন ও সরকারীভাবে জারীকৃত বিভিন্ন নির্দেশনা কার্যকর করতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়রা ইসলাম।
এ সময় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৭ ব্যাক্তিকে মোট ১হাজার টাকা জরিমানা করা হয়।