ফেনীতে একটি প্রাইভেটকার থেকে ১লক্ষ ৭হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে র্যাব ৭। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে রামপুর এলাকায় তাজ ফার্মেসির বিপরীত পার্শ্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলঃ কক্সবাজার সদর থানার নোমানিয়া গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র মোঃ কায়েস (২৫),গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার জেলপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ ওবায়দুর রহমান ওরফে সাবু মন্ডল (৩৫) ও তার স্ত্রী ববি আক্তার (৩২)। জব্দকরা ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫কোটি ৩৮লক্ষ ৫০হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। আটক ব্যক্তি ও জব্দকরা মাদক ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।