বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১১:৫৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে বিয়ার,মদ ও গাঁজাসহ যুবক আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে ফেনীস্থ র‌্যাব-৭। সোমবার (৫এপ্রিল) সকাল ৯টার দিকে মহিপাল এনআর টাওয়ারের ইত্যাদি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২ক্যান বিয়ার, ৬বোতল বিদেশী মদ ও ৪কেজি ৬শগ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আটক সাইফুল ইসলাম (২৮) ফেনী সদর থানার বাতানিয়া গ্রামের মৃত হারিছের পুত্র।

    র‌্যাব জানায় আটক ব্যক্তিকে জব্দকরা মাদকসহ ফেনীর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.