ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে ছয়টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে তিন দিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩০ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর পশ্চিম চরচান্দিয়া গ্রামের লাল মিয়া চৌকিদার বাড়িতে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, সোনামিয়া চৌকিদারের ছেলে মাহবুল হক ১৯৭১ সালে বাড়ি নির্মাণ করে দীর্ঘ ৫০ বছর যাবৎ ওই বাড়িতে বসবাস করে আসছে। তার পাঁচ প্রবাসী ছেলেও একই বাড়িতে বসবাস করে আসছে। চলাচলের সম্মুখ ভাগে একই এলাকার প্রতিবেশী আবদুল করিম ও তার বোন বিবি মরিয়ম জমির মালিকানা দাবি করলে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার রাত দুইটার দিকে একরামুল হকের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী এনে চলাচলের সম্মুখ ভাগে বাঁশ ঝাড় ও টিনের ঘেরা দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয় আবদুল করিম গং। এতে বয়োবৃদ্ধ মাহবুল হক, তার ছেলে প্রবাসী মজিবুর রহমান, মহি উদ্দিন, মনির উদ্দিন, ওহিদুর রহমান ও জামাল উদ্দিনের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। গত তিন দিন যাবৎ তারা চরম মানবেতর জীবন যাপান করছে বলে অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্তরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের কাছে অভিযোগ করলেও গায়ের জোরে চেয়ারম্যানের ডাকেও প্রতিপক্ষ সাড়া দেয়নি বলে জানা গেছে। চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্তদের পক্ষে মাহবুল হক বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।