ছাগলনাইয়া গণপাঠাগার এর উদ্যোগে একুশের কৃষ্ণচূড়া ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ১৬ মার্চ) বিকালে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। গণ পাঠাগার সভাপতি ডাঃ একে ফজলুল হক মজুমদারের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুঞার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, গণপাঠাগারের সহ-সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আবদুস
সালাম সরকার, সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ প্রমূখ। বক্তব্য রাখেন কবি ওবায়েদ মজুমদার, গণপাঠাগারের গ্রন্হাগার সম্পাদক মোঃ সেলিম, আজীবন সদস্য নুর হোসেন মজুমদার, সাংবাদিক আবুল হাসান, নজরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, কামাল উদ্দিন পাটোয়ারি
খোকন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক দিদার, পৌর ছাত্রলীগ সম্পাদক ননী, ব্যবসায়ি ইকবাল হেসেন মজুমদার, ডাঃ মাহফুজুল হাসান।