বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১০:০২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় দুই দিন ধরে যুবক নিখোঁজ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় দুই দিন ধরে যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া যুবকের নাম বজলুল করিম প্রকাশ জুয়েল (২৬)। সে ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয় চাঁদপুর গ্রামের মুন্সী বাড়ির কবির আহাম্মদ ও রিনা'র একমাত্র পুত্র।

    এ বিষয়ে নিখোঁজ হওয়া যুবক জুয়েল এর মা রিনা (৪৫) আজ (৮ মার্চ) সোমবার বিকালে ছাগলনাইয়া থানায় নিখোঁজ ডায়েরি (নং-৩৩৩) দায়ের করেন। 


    ডায়েরি সূত্রে জানা যায়, ৭ ই মার্চ (রবিবার) সকাল আটটার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি এবং বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে।

    এবিষয়ে নিখোঁজ বজলুল করিম প্রকাশ জুয়েল এর মা রিনা বলেন, আমার ছেলে জুয়েল ৭ মার্চ রবিবার সকালে বাজারে যাচ্ছি বলে আর ফিরে আসেনি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অবশেষে থানায় নিখোঁজ ডায়েরি করি। 

    ঘর থেকে বের হওয়ার সময় তার পরণে ছিলো সাদা পুলশার্ট ও জিন্সপ্যান্ট। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট।


    এবিষয়ে শুভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সজীব বলেন, বজলুল করিম প্রকাশ জুয়েল নিখোঁজ হওয়ায় খবর শুনেছি। 

    ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসূফ বলেন, বজলুল করিম নামে একজন যুবক নিখোঁজ হওয়ায় বিষয়ে ডায়েরি করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.