ছাগলনাইয়া থানার উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুডান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ( ৭ মার্চ)) বিকালে ছাগলনাইয়া থানা চত্বরে আলোচনা সভায় ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী - ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। আওয়ামীলীগনেতা আবদুল বাকী চৌধুরী শিমুলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ইউএনও সাজিয়া তাহের, , পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড
হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল , উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মু্ক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার প্রমূখ। এসময় উপস্হিত ছিলেন ওসি তদন্ত মাহাবুবুর রহমান পিপিএম , সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, আক্তার হোসেন স্বপন, পৌর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব বদরুজ্জোদা ভুঁঞা তারেক। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।