মরহুম নুরুল করিম মজুমদার সম্পাদিত সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেলেন তাঁর ছেলে তারেক মজুমদার।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ফেনী প্রশাসক মো: ওয়াহিদুজজামান অনুমতি পত্র হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, ফেনী
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সময় টিভির রিপোর্টার ও সাপ্তাহিক হকার্সের নির্বাহী সম্পাদক আতিয়ার হাওলাদার সজল, বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম প্রমূখ।
সম্পাদক তারেক মজুমদার বলেন, বাবার আত্মার মাগফেরাত কামনা করছি। বাবা যেভাবে সততা ও নিষ্ঠার সাথে পত্রিকাটি প্রকাশ করেছেন সেভাবেই পত্রিকাটি প্রকাশ করার চেষ্টা থাকবে। বজায় থাকবে সত্যতা ও বস্তুনিষ্ঠতা।