বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গণি আহাম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে ঘোপাল খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিহ হয়েছেন ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতির কৃতি খেলোয়াড় রাসেল।
পূর্ব ঘোপাল একতা সংসদের আয়োজনে সোমবার রাতে মুহুরি পুকুর পাড় সংলগ্ন মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গণি আহাম্মদ। প্রভাষক লায়ন মোর্শেদ এর পরিচালনায় ও জিএইচপি ল্যাবরেটরি ( প্রাঃ) লিঃ এর ব্যবস্হপনা পরিচালক লায়ন নিজাম উদ্দিনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, দ্বীন গ্রুপের পরিচালক আশিকুর রহমান, ঘোপাল তদন্ত কেন্দ্রের ওসি মোঃ শাহীন মিয়া, সাবেক ইনচার্জ শহীদুল ইসলাম প্রমূখ। এসময় উপস্হিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্হার সম্পাদক আফছারুল হাই উজ্বল, সহসম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতির ম্যানেজার কফিল উদ্দিন সরকার, কোচ নাসির উদ্দিন মেজর, পূর্ব ঘোপাল একতা সংসদের উপদেষ্টা মোমিনুল হক পাটোয়ারি,মোকসেদ আহামদ পাটোয়ারি, সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক জিয়া উদ্দিন শিমুল মেম্বার, সাবেক সম্পাদক আবদুর রহিম পাটোয়ারি।