ছাগলনাইয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা পশ্চিমপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম অভিযান পরিচালনা করে ১ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।