ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর ৯৭ ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও পুণর্মিলনী অনুৃষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড হোমায়রা ইসলাম, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ , সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন, লক্ষণ চন্দ্র কর্মকার, বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর সহকারি প্রধান শিক্ষক ফরিদুর রহমান মিলন, বীর মু্ক্তিযোদ্ধা সাবেক শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষক আবদুল কুদ্দুস মিয়া, বিশ্বনাথ রায়, লক্ষণ চন্দ্র কর্মকার, রুস্তুম আলী বিশ্বাস, আবদুর রহিম, রুহুল আমিন, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিভুতি মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯৭ ব্যাচের ছাত্র নুরুল আলম মুক্তার, নুর নবী, হেদায়েত হোসেন পপিন, সেপাল নাথ। এসময় উপস্হিত ছিলেন সাখাওয়াত উদ্দৌলা রানা, আসাদুজ্জামান মজুমদার, মীর মোশারফ হোসেন, রুবেল, মিলন, তানভীর, সোহাগ।
আলোচনা সভা পূর্বে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মধ্যহ্নভোজ শেষে বিকালে স্মৃতিচারণমূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।