ছাগলনাইয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন এর উদ্যোগে সংবাদ সম্মেলন করেছে। বুধবার ( ৬ জানুয়ারি) দুপুরে উপজেলার শুভপুর বাজারের স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম জানান, শৃভপুর ইউনিয়নের বাসিন্দা আওয়ামীলীগ ও সাংবাদিক নামধারী কাজী ফারুক বিগত কয়েক বছর ধরে ফেনী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঢাকায় অবস্হান করে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার করে আসছে। তিনি আরো জানান, কাজী ফারুক ছাগলনাইয়া পৌরসভার নাগরিক না হয়েও মেয়র পদে প্রার্থী হওয়ার
জন্য দলীয় প্রার্থী বাছাই ফরম সংগ্রহ করেছিল। ফেনী জেলা আওয়ামীলীগের বাছাই তালিকায় তার নাম না থাকায় ক্ষিপ্ত হয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। গত ৪ জানুয়ারি কাজী ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে তাকে অপহরণের চেষ্টা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেষ্টুন ভাঙার মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্হিত লোকজন ফেনীর নয় বলে তিনি জানান। ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম জানান, প্রকৃত পক্ষে কাজী ফারুকের গ্রামের বাড়িতে ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেষ্টুন ভাঙার কোন ঘটনা ঘটে নাই। কাজী ফারুক এক সময় জাসদ ও গণফোরাম করতেন। পরবর্তীতে নিজেকে স্বঘোষিত অাওয়ামীলীগ নেতা ঘোষনা করেন। তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে কাজী ফারুককে তার নিজ এলাকায় অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাষ্টার আবুল কালাম, হাজী শাহাজাহান,মহিলা আলীগের সভানেত্রী নাজমা হায়দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, মু্ক্তিযোদ্ধা কমান্ডার বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, ১নং ওয়ার্ড আলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, ২ নং ওয়ার্ড সম্পাদক সফিকুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন পলাশ, ৪নং ওয়ার্ড সভাপতি হাজী নুরুল হক, ইউপি সদস্য রফিকুল ইসলাম মজুমদার, ৫ নং এয়ার্ড সভাপতি এস এম জাহিদ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুমিনুল হক প্রমূখ।