ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক জমির উদ্দিন (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসা ময়দানে তার জানাযার নামাজ অনু্ষ্ঠিত হয়েছে। জানাযা পূর্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সম্পাদক কাজী ওমর ফারুক, কাউন্সিলর হাবীবুর রহমান পাটোয়ারী, মোজাহারুল ইসলাম মুসা, কলেজ রোড় ব্যবসায়ি সমিতির সম্পাদক বদরুজ্জোদা ভুঁঞা তারেক, ব্যবসায়ি শহীদ উল্যাহ, অাবদুল কাদের মিয়াজী। জানাযায় ইমামতি করেন মাওলানা ওবায়দুল কাদের। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ছাগলনাইয়া - মুহুরিগঞ্জ সড়কের কালভার্ট এলাকায় বিপরীত দিক থেকে অাসা কাভার্ড ভ্যানেের সাথে সিএনজি অটোরিকসা সংঘর্ষে সিএনজি চালক জমির গুরুতর অাহত হয়। স্হানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সে ইপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজী বাড়ির মৃত তাজুল ইসলামের ছে্লে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।