ছাগলনাইয়াায় চুরি-ডাকাতির প্রস্তুতি সহ একাধিক মামলার আসামী মোঃ দুলাল প্রকাশ দুলাল হোসেন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগর গ্রামের জয়নাল আবেদীন এর পুত্র।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান পিপিএম এর সহায়তায় সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেফতার করা হয়।
ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি সহ একাধিক মামলার আসামী মোঃ দুলাল।