শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১২:৪৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় চির বিদায় নিল পুলিশ কর্মকর্তা বাবলু


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    সহকর্মী ও এলাকাবাসী ভালোবাসায় চির বিদায় দিলো উত্তর পানুয়ার কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম বাবলু (৩৫)  কে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর পানুয়া মতিউর রহমান ভুঁঞা বাড়ি ( সরকার বাড়ি)  মসজিদের সামনে মরহুমের জানাযার নামাজ অনু্ষ্ঠিত হয়। জানাযা পূর্বে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, ফেনীর পিবিআই এর ওসি নাসির উদ্দিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাষ্টার জাকির হোসেন প্রমূখ। সে ছাগলনাইয়ার উত্তর পানুয়া মতিউর রহমান ভুঁঞা বাড়ির ( সরকার বাড়ি)   অবসর প্রাপ্ত পুুলিশ সদস্য সিদ্দিক উল্যাহর বড় ছেলে। বাবলু ব্লাড ক্যান্সারে  আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে  ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  তিনি ফেনীতে পিবিআইতে এএসআই পদে কর্মরত ছিল।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ বছরের একমাত্র পুত্র সন্তান সিফাতকে রেখে যান।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.