ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ,
ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, রফিকুল ইসলাম, মোতাহের হোসেন গেরিলা, ইউপি চেয়ারম্যান গরীর শাহ হোসেন বাদশা চৌধুরী , যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক,
প্রেসক্লাব সম্পাদক অাউয়াল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন খতিব আতা উল্যাহ সিফাত।