ছাগলনাইয়ায় ১০ বোতল ভারতীয় বিয়ারসহ মাদক বিক্রেতা মোাঃ কামাল উদ্দিন ( ৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দৌলতপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নির্দেশে, ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, এএসআই শংকর সাহা, এএসআই মোঃ রাশেদ খাঁন সঙ্গীয় ফোর্স সহ দৌলতপুর এলাকা থেকে ১০ বোতল ভারতীয় বিয়ার সহ মাদক বিক্রেতা মোঃ কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। ওসি মোঃ মেজবাহ উদ্দিন জানান, উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।