ছাগলনাইয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া বেগম দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিস ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও সাজিয়া তাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস বিবি জোলেখা শিল্পি, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, জয়িতা উম্মে হাবিবা ঝিনুক, পারুল আক্তার, আসমাউল হুসনা, রাজলক্ষ্মী মজুমদার প্রমূখ।