বিবাহিত, অশিক্ষিত, অযোগ্যদের দিয়ে কমিটি করার প্রতিবাদে ও ঘোষিত উপজেলা কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) বিকালে ছাগলনাইয়াা বাজারে একটি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের একাংশ এর সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জানান, গত ৭ ডিসেম্বর জেলা ছাত্রদল ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়। ঘোষিত আহবায়ক কমিটিতে যারা দলের জন্য ত্যাগী, দুর্দিনে রাজপথে ছিল তাদেরকে আহবায়ক কমিটিতে স্হান না দিয়ে, বিবাহিত, অশিক্ষিত,
যারা এলাকার বাহিরে থাকেন তাদেরকে দিয়ে উপজেলা আহবায়ক কমিটির একটি পকেট কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল। আবার আহবায়ক কমিটিতে নাম আছে এমন অনেকে কমিটিতে তাদের নাম আছে তা তারা জানে না। নাজিম উদ্দিন বলেন পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে গত ৭ ডিসেম্বর রাতে জেলা ছাত্রদলের সাবেক সদস্য এএসএম শাহাদাত উল্যাহকে সভাপতি ও নাজিম উদ্দিনকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে এসময় উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রদল একাংশের সভাপতি এএসএম শাহাদাত উল্যাহ, সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব বিকাশ।