ছাগলনাইয়াার রাধানগর ইউনিয়নের দক্ষিণ কুহুমা বাইশবাড়ী সমাজ কল্যাণ সংস্হা ও পাঠাগার এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে দক্ষিণ কুহুমা এলাকায় অনুষ্ঠানে উত্তর কুহুমা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক বাবলু। । সংস্হার সভাপতি নুর উদ্দিন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, ধর্ম বিষযক সম্পাদক মো. আলী, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, ছাগলনাইয়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু, চৌধুরী পাড়া মানব কল্যাণ সংস্হার সভাপতি মুফতি শরীফুল ইসলাম মাহমুদী, দক্ষিণ কুহুমা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি মো. আজমির প্রমূখ। অনুষ্ঠানে ১৫টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।