ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাচাই করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (৪ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক পছন্দের প্রার্থীকে ভোট দেন।
নির্বাচনী মনোনয় বোর্ডের সদস্য সচিব একে শহীদ উল্যাহ খন্দকার জানান, সর্বোাচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা, দ্বিতীয় হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও তৃতীয় হয়েছেন সাবেক সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদার।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি জানান, শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ তালিকাটি কেন্দ্রে পাঠানো হবে।
মনোনয়ন বোর্ড সূত্র জানা যায়, বাচাই করা তিনজনের নাম দলীয় প্রধান শেখ হাসনিার কাছে পাঠানো হবে তিনি যোগ্যতা বিচার করে মেয়র পদে প্রার্থী নির্ধারণ করবেন।