ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ( ২ ডিসেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি প্রমুখ। সভায় দু’গ্রুপে ৬০জন কৃষককে দুটি সেচ যন্ত্র প্রদান করা হয়। পর্যায়ক্রমে আরো ৮ গ্র্রুপে ৮টি সেচ যন্ত্র বিতরণ করা হবে।