শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৩:৫৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ২০১৯ সালে নিবন্ধিত নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ২ ডিসেম্বর থেকে শুরু


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ২০১৯ সালে নিবন্ধিত নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ২ ডিসেম্বর থেকে  শুরু হচ্ছে। যারা ২০১৯ সালে  নিবন্ধন করেছেন যাদের জন্ম সাল ১জানুয়ারি ২০০২ ইং বা তার পূর্বে ভোটার তালিকাভুক্ত হয়েছে  তাদেরকে  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দিন জানান, ২ ডিসেম্বর থেকে ছাগলনাইয়া উপজেলায় ২০১৯ সালে নিবন্ধিত নাগরিকদের স্মাট জাতীয় পরিচয়পএ বিতরণ করা হবে। এর মধ্যে ২ ডিসেম্বর  পাঠানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,  ৩ ডিসেম্বর রাধাগর,  ৬  ডিসেম্বর ঘোপাল,  ৭ ডিসেম্বর মহামায়া,  ৮ ডিসেম্বর শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৯ ডিসেম্বর ছাগলনাইয়া পৌরসভা কার্যালয়ে ও ১০ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসে  বাদ পড়াদের মাঝে কার্ড বিতরণ করা হবে।

    উল্লেখিত তারিখে ১নং থেকে ৬নং ওয়ার্ডে সকাল সাড়ে  ৯টা থেকে দুপুর  ১টা পর্যন্ত ও ৭নং থেকে ৯নং ওয়ার্ডে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে  ৩টা পর্যন্ত বিতরণ করা হবে। ভোটারগণ নিজে  উপস্হিত হয়ে নিবন্ধন স্লিপ জমা দিয়ে স্মাট কার্ড সংগ্রহ করতে হবে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.