ছাগলনাইয়ায় মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইন অনুষ্ঠানে ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ও উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সার্বিক সহযোগীতায় সোমবার (৩০ নভেম্বর) দুপুরে স্হানীয় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। জেলা প্রতিবন্ধী বিষয়ক
কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহের সভাপতিত্বে ও প্রভাষক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লিলিনাল ফিজিও থেরাপিষ্ট সাওন দেবনাথ , সহকারী ফিজিও থেরাপিষ্ট হারুনুর রশীদ, ট্রেকনেশিয়ান মোর্শেদ কামাল মাসুদ, সংগঠক মোঃ লিটন প্রমূখ। ২০১৫ সালে ৩রা ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পের উদ্বোধন করেন।