শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:২৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া জিরো পয়েন্টে সন্ধ্যা হলে জমে উঠে কাঁচা বাজার ও মাছ বাজার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্টে সন্ধ্যা হলে জমে উঠে  কাঁচা বাজার ও মাছ বাজার। চলে রাত ১০টা পর্যন্ত। নিন্ম মধ্যবিত্ত থেকে শুরু করে বিভিন্ন পেশার লোক  এ বাজারে আসেন। একেক দোকানে ভিন্ন ভিন্ন  দামে  পণ্য বিক্রি চলে। মোহাম্মদ আলী নামে এক ক্রেতা জানান, এখানে মোটামুটি তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায়। 


    নিমাই নামে আরেক ক্রেতা জানান, সন্ধ্যার পর থেকেই এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। দামও তেমন বেশি না। কাঁচা বাজার দোকানদার ও মাছ


    বিক্রেতারা  জানান, এখানে বিক্রিও মোটামুটি ভালো।  তাতে তারাও খুশি। অনেকে এ বাজারকে গরীবের বাজারও বলে থাকেন। 

    অপরদিকে জিরা পয়েন্টে রাস্তার উপর ভ্রাম্যমান কাঁচা বাজার ও মাছ বাজার বসায় যানজটের পাশাপাশি যে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ও  রয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.