ছাগলনাইয়ায় পুুলিশ পরিচয়ে প্রতারণা মামলায় দু'আসামীকে গ্রেফতার করেছে পুুলিশ। শুক্রবার দিবাগত (২৮ নভেম্বর) রাত দেড়তার দিকে উপজেলার শহিদ মিনার এলাকা থেকে ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ দু' আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো উপজেলার মটুয়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র কামরুল আহসান শাহিন (২৩)একই গ্রামের রুহুল আমিনের পুত্র আনোয়ার হোসেন রনি (২৩)। পুলিশ জানায়, আসামী শাহিন ও রনিসহ আরো ২ জন আসামীর সহযোগীতায় জনৈক মোঃ হাছান (২৪)কে চট্টগ্রামের ভূজপুর এলাকা থেকে ছাগলনাইয়া থানা এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে পরস্পর যোগসাজশে পুলিশ পরিচয় প্রদান করে প্রতারণা পূর্বক জনৈক মোঃ হাছান এর R15-V3 মোটর সাইকেল ও নগদ ৩০,হ্জার টাকা সহ আত্মসাৎ করে।
উল্লেখ্য যে, বাদীর সহিত আসামী কামরুল আহসান শাহিন এর পূর্ব হতে পরিচিত ছিল। উক্ত পরিচয়ের সুবাধে আসামী শাহিন বাদীকে গাড়ী বিক্রি করে দেয়ার কথা বলে ছাগলনাইয়া আনে এবং আসামী আনোয়ার হোসেন রনি সহ আরো ২ জন আসামী পুলিশ সেজে বাদীর মোটর সাইকেল সহ নগদ ৩০ হাজার-টাকা সহ আত্মসাৎ করে। এ ব্যাপারে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে আসামীদেররকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।