ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সেকান্দর মিয়ার স্ত্রী আয়েশা খাতুন (৮০) ছেলের প্ররোচনায় বিষপানে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে আসামী আবু রসুল প্রকাশ রাসেল (৩৫) তার মাকে প্রায় সময় আত্মহত্যা ( বিষ খেয়ে ) করে মরে
যাওয়ার কথা বলত। তারই জের ধরে গত ২৩ নভেম্বর সকালে তার মা কিটনাশক জাতীয় বিষ খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পুলিশ পুত্র অাবু রসুল কে গ্রেফতার করে । রসুল ছাড়াও বৃদ্ধার আরো ৫ পুত্র রয়েছে।