শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:০২ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ফেন্সিডিল ও গাঁজা সহ মাদক বিক্রেতা শিপলু র‌্যাবের হাতে আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায়  ৪৮৭ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা আরমান হোসেন শিপলু প্রকাশ পিপলু ( ২৬)  কে আটক করেছে  র‌্যাব। সে উপজেলার মধ্যম মটুয়া গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র । বৃহস্পতিবার রাতে  উপজেলার পুরাতন  মুহুরীগঞ্জ বাজারের দৌলতপুর এলাকা থেকে 


     র‌্যাব- ৭  শিপলুকে  আটক করা হয়। এ ব্যাপারে  র‌্যাব বাদী হয়ে ছাগলনাইয়া  থানায় এজাহার দায়ের করেছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.