শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:২৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত সাকিব গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত মোঃ সাকিব (১৮)  কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার সত্যনগর গ্রামের নুরুল আফসার এর পুত্র। শনিবার (১৪ নভেম্বর) রাতে পৌরসভার দক্ষিণ যশপুর এলাকার চাপরাশি পাড়া থেকে স্হানীয় জনগণ ও  এসআই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে


    অভিযান চালিয়ে ডাকাত  সাকিবকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত  ১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, ১টি প্লাষ্টিকের হাতলযুক্ত স্টিলের চাপাতি, ১টি প্লাষ্টিকের হাতলযুক্ত কাটার, ১টি লোহার তৈরী কোরাবারি, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত স্ক্রু ড্রাইভার ও ১টি কালো স্কুল ব্যাগ  উদ্ধার  করা হয়।

    ভিজিট করুন আমাদের পেজ


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.