ছাগলনাইয়ায় তিন মাদকসেবীকে আটক করেছে পুুলিশ। রবিবার ৮ নভেম্বর রাতে ছাগলনাইয়া থানার টহল পুলিশ শুভপুর ব্রীজে একটি সিএনজি অটোরিকসা এর মধ্যে তিন যুবককে মাতাল অবস্হায় উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্হ্য কমপ্রেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানকালে কর্তব্যরত ডাক্তার মদ
খাওয়ার বিষয়ে মেডিকেল সনদপত্র প্রদান করে। আটকরা হলো উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র . নুরুন নবী (৩৪), ফেনী সদর উপজেলার আবুপুর গ্রামের মৃত আফজালের রহমানের পুত্র . মোঃ মনোয়ার হোসেন (৩৫), দাগনভুঞাঁ উপজেলার কৈখালী গ্রামের সফিকুর রহমানের পুত্র . মোঃ জাবেদ হোসেন (২৫)।
ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আসামী নুরুন নবী এর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।