ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চুরি মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯নভেম্বর) রাত আড়াইটায় উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোতালেব হোসেন রায়হান (২২) ছাগলনাইয়ার পূর্ব পাঠানগড় এলাকার সাহাব মিয়া মেম্বার বাড়ির মোঃ মোস্তফার পুত্র।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ মোটরসাইকেল চুরির মামলায় রায়হানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।