বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১১:৫৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ছাগলনাইয়ার শেখ ফরিদ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীতে ৩৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।রবিবার(৮ নভেম্বর)শহরের মাষ্টার পাড়াস্থ রেল লাইন সংলগ্ন বিপ্লব ষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭'র ভারপ্রাপ্ত কোম্পানী অধীনায়ক মোঃ জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে


    জানান,গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর সতের গ্রামের কলিম উদ্দিন হাজীর বাড়ী জসিম উদ্দিনের ছেলে মোঃ শেখ ফরিদ (২৯)কে ৩৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন তারা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।দীর্ঘদিন যাবৎ সুকৌশলে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট এসব বিক্রি করে আসছিল।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.