ছাগলনাইয়ার কাশিপুর এলাকায় নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য। বুধবার (৪নভেম্বর) ভোর রাতে উপজেলার কাশিপুর গ্রামের পানুয়াঘাট বাজার থেকে চুরিকৃত মোটরসাইকেলসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটকরা হলেন উপজেলার মোকামিয়া গ্রামের লতিফ হুজুরের বাড়ীর আব্দুল কাদেরের পুত্র আল আমিন প্রকাশ হোনাই মিয়া ওরফে সাগর (২৬) ও নোয়াখালী
সদরের (সুধারাম) ওয়াপদার বাজার এলাকার পূর্ব শুলুকিয়া গ্রামের মাহফুজুর রহমানের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৬)।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান পানুয়াঘাট বাজারের নৈশ প্রহরী ও এলাকাবাসী দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে
আটক করে থানায় সোপর্দ করেছেন। মোটরসাইকেলের মালিক বাদী হয়ে মামলা দায়েরের করেছেন।
তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, চুরি, দস্যুতা সহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।