ছাগলনাইয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া থানা চত্ত্বরে আলোচনা সভায় ওসি মোঃ মেজবাহ উদ্দিন অাহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। পৌর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মোঃ বদরুদ্দোজা ভুঁঞা তারেকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর
মেয়র এম মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর অাহবায়ক মোঃ নিজাম উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা অাবদুল হাই, প্রেসক্লাব সম্পাদক অাউয়াল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার প্রমূখ।