করোনায় আক্রান্ত ফেনী-৩ আসনের সাংসদ, লে.জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধূরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধূরীর সুস্থ্যতা কামনা করে সোনাগাজীতে বাদ জুমা মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়েছে। উপজেলা জাতীয়পার্টি, পরিবার ও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে তাদের সুস্থ্যতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়।
প্রসঙ্গত ; জাতীয়পার্টির প্রেসিডিয়াম মেম্বার এমপি মাসুদ উদ্দিন চৌধূরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধূরী করোনায় আক্রান্ত হয়ে ২৫ অক্টোবর রোববার ঢাকার সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এমপির ছোটভাই সাইফ উদ্দিন আহম্মেদ চৌধূরী জানান, তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।